রিকশার খেত!
খোলা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে রিকশা-টেম্পু, গাড়ি। ফসলের মত গজিয়ে উঠেছে ঘাস, যেনো রিকশার খেত।
নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা। পুলিশের জব্দ করা রিকশা-টেম্পু-গাড়ি। কিছু গাড়ি মামলার প্রয়োজনীয় আলামত। কিন্তু দেখে রাখার কোনো ব্যবস্থা নেই। ধ্বংস হয়ে যাচ্ছে রিকশা-টেম্পু-গাড়ি, আলামত।
Comments