চলন্তিকা বস্তিতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু
রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তির অগ্নিকাণ্ডে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম পারভীন (৩৫)। আজ (২৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “নিহত পারভীন গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
গতকাল ভোর সোয়া চারটার দিকে চলন্তিকা বস্তিতে আগুন লাগে। এতে দুইজন আহত হন। যাদের মধ্যে একজন মারা গেছেন। অন্যজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Comments