জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

rape
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে এক স্কুল ছাত্রীকে জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার ৯ দিন পর শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১।

এই মামলার প্রধান আসামী শরীফ হোসেনকে গাজীপুরের রাজবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডর লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য আসামীদের ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই পরস্পরের বন্ধু।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নৈয়পুরা গ্রামের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উজান চন্দ্রপাড়া গ্রামের ইমরান হাসান সুজন (১৯) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের শরীফ উদ্দিন মোল্লা (২০) ও অপ্রাপ্তবয়স্ক একজন। গ্রেপ্তারকৃতরা সবাই শ্রীপুরের নয়নপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

তিনি আরও জানান, গত ১৬ জানুয়ারি আসামীরা জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ভিকটিমকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করে বাড়ি থেকে একটু দূরে ঝোপের ভেতর চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এসময় এদেরই বন্ধু ইমরান হাসান সুজন তার মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

3h ago