উহান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের উহান শহর থেকে মার্কিন কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
আগামীকাল রোববার (২৬ জানুয়ারি) নাগরিকদের ফিরিয়ে নিতে একটি চার্টার ফ্লাইট পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাসের কূটনীতিক, নাগরিক এবং তাদের পরিবারসহ প্রায় ২৩০ জনকে উড়োজাহাজটিতে করে নিয়ে যাওয়া হবে।
গত কয়েকদিন ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে আলোচনার পর ওয়াশিংটন এই অভিযানে সম্মতি দিয়েছে বলেও জানানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটিতে।
সাময়িকভাবে কয়েকদিনের জন্য উহানের মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।
Comments