ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত পেয়েছেন ৩৪ মার্কিন সেনা
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৩৪ সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন।
গতকাল (২৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জোনাথন হফম্যান সাংবাদিকদের বলেছেন, আঘাতপ্রাপ্ত সেনাদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও নয়জন জার্মানিতে চিকিৎসাধীন রয়েছেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকে ১৬ সেনা এবং কুয়েতে এক সেনা চিকিৎসা নিয়েছেন। এই ১৭ জন চিকিৎসা শেষে স্বাভাবিক কাজে ফিরেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে, গত ৩ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়।
সেই হামলার প্রতিশোধ নিতে ৮ জানুয়ারি সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি দাবি করেছিলো পেন্টাগন।
চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, “আমি শুনেছি তাদের মাথাব্যথা এবং অন্যকিছু সমস্যা হয়েছে। তবে আমি এটা বলতে পারি, এগুলো ততোটা গুরুতর সমস্যা নয়।”
Comments