আতিকুলের ৩৮ দফা ইশতেহার
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম তার ৩৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ (২৬ জানুয়ারি) সকালে গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি।
আতিকুলের ৩৮ দফা ইশতেহারের মধ্যে অন্যতম একটি হলো- ঢাকার বায়ুদূষণ কমাতে বৈদ্যুতিক বাস পরিষেবা চালু করা।
ইশতেহারে নগরীর মশার সমস্যা মোকাবিলায় ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) ব্যবস্থা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া, আধুনিক ও স্বাস্থ্যকর ঢাকা গড়তে নগরীকে তিনটি অংশে ভাগ করে কাজ করার কথাও বলা হয়েছে।
আতিকুল তার ইশতেহারে নগরীর খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা কমানোর কথাও উল্লেখ করেছেন।
আমিন বাজারে রিসোর্সেস রিকভারি ফ্যাসিলিটি (আরআরএফ) স্থাপনের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হবে। আর সংগৃহীত বর্জ্য শক্তিতে রূপান্তর করার কথা বলেছেন এই মেয়রপ্রার্থী।
এছাড়াও, নগরীর ব্যস্ততম এলাকাতে আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স তৈরি করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
Comments