বাংলাদেশ-পাকিস্তান থেকে আসা মুসলিমদের বের করে দেওয়া উচিত: শিবসেনা
ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থন জানালো দেশটির রাজনৈতিক দল শিবসেনা।
বিতর্কিত সিএএ’র বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভের মধ্যেই মোদি সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। একইভাবে এ পদক্ষেপের সমর্থন জানালো শিবসেনাও।
গতকাল (২৫ জানুয়ারি) শিবসেনা বলেছে, “বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত।”
এছাড়া, তাদের যে বের করে দেওয়া উচিত, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় বলে শিবসেনা প্রকাশিত মুখপত্র ‘সামনা’র একটি সম্পাদকীয়তেও বলা হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি দলের নতুন পতাকা প্রকাশ উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে এ বিষয়ে বক্তব্য রাখেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। ওই দিনের বক্তব্যে রাজ ঠাকরে সিএএ-কে সমর্থন করেন এবং ঘোষণা দেন, আগামী ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল বের করবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
Comments