করোনাভাইরাস: চীন ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে সরকার
নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীন ভ্রমণ এবং সেখান থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে চিন্তা করছে সরকার।
আজ রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, দেশে নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সম্ভাব্য সব সতর্কতা নেয়া হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি, ডা. আহমেদুল কবির নতুন এই ভাইরাস নিয়ে উদ্বেগের কথা জানান। তিনি জানান, অনেক সময় রোগের লক্ষণও প্রকাশ পায় না।
“বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে, তারা যদি ভাইরাস সঙ্গে নিয়ে দেশে ফেরেন, তবে সেটি সত্যিই উদ্বেগের বিষয়”, বলেন তিনি।
চীন ভ্রমণ ও সেখান থেকে বাংলাদেশে আসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাময়িক বিধিনিষেধ আরোপের আহ্বান জানান ডা. আহমেদুল কবির।
উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে গুরুত্ব দিয়ে বিষয়টি আলোচনা করা হবে।
দুই দেশের বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরে মন্ত্রী জানান, ব্যবসায়ীক কাজেও অনেক মানুষ দুই দেশে যাতায়াত করেন।
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার সব ধরনের সতর্কতা নিয়েছে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
Comments