নগর ঢাকায় এক পিতা-পুত্র
মকবুল হোসেন এসএসসি পরীক্ষার্থী। তার যে রোগ, চিকিৎসার ব্যবস্থা নেই নরসিংদীতে। সেখানকার ডাক্তার বলেছেন ব্লাড ক্যানসার হয়েছে মকবুলের। হাবিবুর রহমান ছেলেকে নিয়ে ঢাকায় এসেছেন। এই নগর ঢাকায় তাদের থাকার কোনো জায়গা নেই।
দিনে পিতা-পুত্র থাকছেন শহীদ মিনারে আকাশের নিচে, রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়। পুত্রের চিকিৎসার জন্যে পিতা গত ছয় মাসে ৭০ হাজার টাকা জমিয়েছিলেন। আজ (২৭ জানুয়ারি) ডাক্তার মকবুলের রিপোর্টগুলো দেখবেন।
Comments