খেলা

রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ৩৩ বছর বয়সী স্প্যানিশ তারকা হারিয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সকে।
rafa nadal
রাফায়েল নাদাল। ছবি: এটিপি ট্যুর টুইটার

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ৩৩ বছর বয়সী স্প্যানিশ তারকা হারিয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সকে।

সোমবার (২৭ জানুয়ারি) মেলবোর্ন পার্কে ৩-১ সেটে জিতেছেন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। আগের তিন রাউন্ডে সরাসরি সেটে জয় তুলে নিলেও কিরগিয়সের কাছে এবারের আসরে নিজের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সেটটি হেরেছেন তিনি।

প্রথম সেটে ৬-৩ গেমে জেতেন শীর্ষ বাছাই নাদাল। পরের সেটে ঘুরে দাঁড়িয়ে একই ব্যবধানে জিতে ম্যাচে সমতা আনেন ২৩তম বাছাই কিরগিয়স। তৃতীয় ও চতুর্থ সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। দুটি সেটই গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে শেষ হাসি হাসেন অভিজ্ঞ নাদাল। তিনি জেতেন ৭-৬ (৮-৬) ও ৭-৬ (৭-৪) গেমে।

শেষ আটে অস্ট্রেলিয়ান ওপেনের ২০০৯ সালের শিরোপাজয়ী নাদাল মুখোমুখি হবেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমের।

নাদালের আগে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। শেষ আটে ফেদেরারের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেন। জোকোভিচ মোকাবিলা করবেন কানাডার মিলোস রায়োনিসকে।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

1h ago