উহান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত
চীনের উহান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ (২৭ জানুয়ারি) এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর ভারতের মন্ত্রীপরিষদ সচিব এ কথা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয় যে চীনের উহান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করবে।
যদিও ভারতের কোথাও এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের কোনো ঘটনা পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, “উহানে ভারতীয় নাগরিকদের যতদূর সম্ভব সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। সেজন্য, চীনা কর্তৃপক্ষের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানাবে।”
উচ্চ পর্যায়ের এ বৈঠকে স্বাস্থ্য, পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল, শ্রম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরীক্ষার জন্য এ পর্যন্ত ভারতের সাতটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ১৩৭টি ফ্লাইটের ২৯ হাজার ৭০৭ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
সন্দেহজনক ১২ জন যাত্রীর শরীর থেকে নমুনা নিয়ে পুনে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। কোনোটি থেকেই ভাইরাসের কোনো প্রমাণ পাওয়া যায় নি।
চীনের যে কোনো ফ্লাইটে কেউ অসুস্থ হলে তার খবর জানাতে বিমান চলাচল সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।
নেপাল থেকে ভারতে প্রবেশের সময় চেকপোস্টে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া, সমুদ্রপথে চীন থেকে আসা জাহাজে থাকা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়।
Comments