ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামে ছোট ভাইয়ের দা’র কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই।
গতকাল (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরদিকে ছোট ভাই আবদুল্লাহ এসএসসি পরীক্ষার্থী। তারা কেহতা গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জানা যায়, পারিবারিক বিষয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে দা এনে বড় ভাই রহমানের মাথার মাঝখানে কোপ দেয় আব্দুল্লাহ। এতে ঘটনাস্থলেই রহমানের মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments