আতিকের প্রচারণায় আ. লীগের দুপক্ষের হাতাহাতি

গুলশান শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
Atiqul clash
রাজধানীর গুলশান শহীদ ফজলে রাব্বী পার্কে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ২৯ জানুয়ারি ২০২০। ছবি: ম্যাথিউস চিরান

গুলশান শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির।

সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম দুলালের সমর্থকরা উপস্থিত হন এবং নৌকার স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে নাসির এবং দুলালের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন এবং হাতাহাতি শুরু করে দেন।

আজ (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

কিছুক্ষণ পরই সেখান থেকে মিছিল নিয়ে আতিক এবং তার সমর্থকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

BMD ill-equipped, still relies on manual system with no seismologist or geologist involved

11h ago