‘২ ঘণ্টা সময় পেলেই চলবে’
রাজধানীর পল্লবী এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেসা হক মনে করেন, নির্বাচনের দিন দুই ঘণ্টা সময় পেলেই জন-রায় তার পক্ষে যাবে।
মেহেরুন্নেসা দ্য ডেইলি স্টারকে বলেছেন, “গত ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। কারচুপির অভিযোগে নির্বাচন থেকে সরে গিয়েছিলো বিএনপি প্রার্থীরা। সেদিন আমিও নির্বাচন থেকে সরে গিয়েছিলাম।”
“তবে ভোট গণনার পর দেখা যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তিন হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হই। নির্বাচনের দিন প্রথম দুই ঘণ্টাতেই আমার পক্ষে এতো ভোট পড়েছিলো যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাকে হারাতে পারেননি।”
তার কর্মীরা মনে করেন, এবারের নির্বাচনে যদি দুই ঘণ্টা সময় পাওয়া যায় সেই সময়ের মধ্যেই ভোটরা তাদের প্রার্থীকে নির্বাচিত পারবেন।
২০০২ সাল থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেরুন্নেসা।
তার কমিটির কয়েকজন কর্মী জানিয়েছেন, মেহেরুন্নেসা তৃণমূলে খুবই জনপ্রিয়, বিশেষ করে মহিলা ভোটারদের মাঝে ধর্মবর্ণ নির্বিশেষে জনপ্রিয় তিনি। ২০১৫ সালের নির্বাচনে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যেই বেশির ভাগ ভোটার কেন্দ্রে এসেছিলেন।
এবারও প্রত্যাশা শুরুতেই ভোটাররা কেন্দ্রে আসবেন।
গতকাল পল্লবী থানার প্যারিস রোড গিয়ে দেখা যায়, একদল নারী মেহেরুন্নেসার ছবি সম্বলিত লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। বাড়ির লোকজনদেরকে তারা মেহেরুন্নেসাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। বলছেন, তারা যেনো সকালে কেন্দ্রে গিয়ে তাকে ভোট দিয়ে আসেন।
Comments