রদ্রিগোকে পাচ্ছে না বার্সেলোনা, নতুন লক্ষ্য তাদিচ

রদ্রিগো মোরেনোকে দলে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী ছিল বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ স্ট্রাইকারের জন্য ভ্যালেন্সিয়া যে অর্থ দাবি করেছিল, তা বেশি মনে হয়েছে ক্লাবটির কর্তৃপক্ষের কাছে। ফলে ভেস্তে গেছে সব আলোচনা। ভেস্তে গেছে চুক্তির সম্ভাবনাও।
রদ্রিগোকে দলে টানার আশা বাদ দিয়ে তাই নতুন একজনের দিকে নজর দিয়েছে কাতালানরা। তাদের লক্ষ্য এখন আয়াক্স আমস্টারডামের ফরোয়ার্ড দুসান তাদিচ, জানিয়েছে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
ব্রাজিলে জন্ম নেওয়া রদ্রিগোর জন্য ৬০ মিলিয়ন ডলার খরচ করতে হতো স্প্যানিশ পরাশক্তি বার্সাকে। কিন্তু এই পরিমাণ অর্থ দিতে রাজি হয়নি তারা। ভ্যালেন্সিয়াও দাম কমাতে চায়নি। তাই ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে দলে পেতে স্বদেশী ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে ভিন্ন একটি প্রস্তাব রেখেছিল বার্সা।
সেখানে বলা হয়েছিল, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে কিনে ধারে ভ্যালেন্সিয়াতে খেলতে পাঠাবে বার্সা। বিনিময়ে রদ্রিগো ধারে যোগ দেবেন ন্যু ক্যাম্পে। এই কৌশল অবশ্য কাজে লাগেনি। কারণ ফার্নান্দেজের সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কথা অনেকটা পাকাপাকি হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে শিগগিরই তিনি যোগ দেবেন রেড ডেভিল শিবিরে।
পায়ে অস্ত্রোপচার করানোয় উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। চলতি মৌসুমে তার আর ফেরার সম্ভাবনা নেই। ফলে হন্যে হয়ে একজন বিকল্প স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা।
রদ্রিগোকে নিতে না পারলেও সুয়ারেজের শূন্যস্থান তো পূরণ করতে হবে। তাই ৩১ বছর বয়সী তাদিচকে কেনার পরিকল্পনা করছে দলটি। মার্কা জানিয়েছে, বুধবারই (২৯ জানুয়ারি) আলোচনার জন্য সার্বিয়ান ফরোয়ার্ডের এজেন্ট যাবেন বার্সেলোনায়।
গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লাব আয়াক্স। দলটির স্বপ্নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদিচ। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছিলেন ৩৮ গোল। চলতি মৌসুমেও ১১ গোল রয়েছে তার নামের পাশে।
Comments