দুটি ড্রেজার পুড়িয়ে দিলেন সাটুরিয়ার ইউএনও
মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
গতকাল (২৮ জানুয়ারি) সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার দুটি পুড়িয়ে দেয়।
আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সন্ধ্যায় তিল্লী ইউনিয়নের আকাশী গ্রামের ধলেশ্বরী নদীতে এবং বিকালে দরগ্রাম ইউনিয়নের রুহুলি গ্রামের গাজীখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অভিযানকালে দুটি বড় ব্যাটারি জব্দ এবং বালু উত্তোলনের ২৫টি পাইপ ধ্বংস করা হয়েছে।
এর আগেও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫টি ড্রেজার পুড়িয়ে দিয়েছিলো।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আশরাফুল আলম।
Comments