টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসরকে লক্ষ্য রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
নেপালে সবশেষ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের দল থেকে পরিবর্তন রয়েছে দুটি। বাদ পড়েছেন পুজা চক্রবর্তী ও রাবেয়া। তাদের জায়গায় অভিজ্ঞ পান্না ঘোষ ও সুরাইয়া আজিম ছন্দাকে অন্তর্ভুক্ত করেছে তারা। যদিও ভারত সফরে ১৮ সদস্যের দলে তারা সবাই ছিলেন।
আগামী ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পৌঁছাবে বাংলাদেশ। যদিও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। বাড়তি প্রস্তুতি নিতেই আগে ভাগে যাওয়া। গোল্ডকস্ট ডিসট্রিক্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিজেদের আয়োজনে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি হবে ম্যাচ তিনটি।
অবশ্য এরপর দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও রয়েছে বাংলাদেশের মেয়েদের। ম্যাচ দুটি হবে ১৭ ও ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ যথাক্রমে থাইল্যান্ড ও পাকিস্তান। মূল আসরের লড়াইয়ে ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাঘিনীরা।
১৫ সদস্যের বাংলাদেশ নারী দল: সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়শা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, ঋতু মনি ও শোভানা মুস্তারি।
স্ট্যান্ড বাই: শায়লা রহমান, সুরাইয়া আজিম ছন্দা, লতা মন্ডল, পুজা চক্রবর্তী ও রাবেয়া।
Comments