যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মৃত্যুঞ্জয়
বিশ্বকাপের আগেই বাম কাঁধের চোটে ভুগছিলেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। লম্বা পুনর্বাসন প্রক্রিয়ায় সেরে উঠে খেলতে যান যুব বিশ্বকাপে। কিন্তু দল সুপার লিগে উঠার পর আবার চড়া হয়ে দেখা দিয়েছে তার চোট। ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন অলরাউন্ডার মেহরাব হোসেন।
বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে বাম কাঁধের চোট নিয়ে দেশে ফেরত আসবেন মৃত্যুঞ্জয়। পেসার মৃত্যুঞ্জয়ের বদলে আরেকজন পেসার না নিয়ে টিম ম্যানেজমেন্ট চেয়েছে একজন স্পিনার । সে হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহরাব।
যুব বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল। ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে তারা নিশ্চিত করে সুপার লিগের কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রমে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
যুব বিশ্বকাপের বাংলাদেশ দল: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন লিমন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ ও মেহরাব হোসেন।
Comments