রাজার স্পিনে লঙ্কানদের কাবু করে ফেলেছে জিম্বাবুয়ে

আগের দিন জিম্বাবুয়ে চারশো ছাড়ানোর পর শম্বুক গতির ব্যাটিংয়ে জবাব দিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে লঙ্কানদের শ্লথ ব্যাটিংয়ে হানা দেন অফ স্পিনার সিকান্দার রাজা। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে কাবু হয়ে তিনশোর আগেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। বড় লিড নিয়ে টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।
sikandar raza
ছবি: এএফপি

আগের দিন জিম্বাবুয়ে চারশো ছাড়ানোর পর শম্বুক গতির ব্যাটিংয়ে জবাব দিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে লঙ্কানদের শ্লথ ব্যাটিংয়ে হানা দেন অফ স্পিনার সিকান্দার রাজা। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে কাবু হয়ে তিনশোর আগেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। বড় লিড নিয়ে টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।

হারারেতে তৃতীয় দিন শেষে হাতে ৯ উইকেট নিয়ে ১৭৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। শ্রীলঙ্কা ২৯৩ রানে অলআউট হওয়ার পর ১ উইকেটে ৬২ রান তুলে দিন শেষ করেছে শেন উইলিয়ামসের দল।

লঙ্কানদের গুঁড়িয়ে ১১৩ রানে ক্যারিয়ার সেরা ৭ উইকেট নিয়েছেন রাজা। টেস্টে এর আগে একবারই পাঁচ উইকেট ছিল তার। ২০১৭ সালে বুলাওয়েতে ৯৯ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

আগের দিনের ১ উইকেটে ১২২ রান নিয়ে নেমে আর ১২ রান যোগ করেই রাজার বলে আউট হন কুশল মেন্ডিস। দিনেশ চান্দিমাল এসেই তড়িঘড়ি ক্যাচ দিয়ে যান রাজাকে। এরপর ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৮৪ রানের জুটিতে পরিস্থিতি সামলান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪২ রান করা সিলভাকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন রাজা।

পরে দ্রুত উইকেট হারাতে হাকে সফরকারীরা। দশে নামা বিশ্ব ফার্নেন্দো ৮১ বলে ৩৮ করলে তিনশোর কাছে যেতে পারে লঙ্কানদের ইনিংস। তবু ১৫১ রানের বড় লিড পেয়ে যায় সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৪০৬

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১১৯.৫ ওভারে ২৯৩ (আগের দিনে ১২২/২) (করুনারত্নে ৪৪, ওশাদা ৪৪, মেন্ডিস ২২, ম্যাথিউস ৬৪, চান্দিমাল ৬, ধনঞ্জয়া ৪২, ডিকভেলা ১, লাকমাল ৫, এম্বুলদেনিয়া ৫, বিশ্ব ৩৮, কুমারা ৩* ; মুম্বা ১/৪৩, রাজা ৭/১১৩, টিরিপানো ১/৩০, নিয়াউচি ১/৪০, মুতোমবোদজি ০/৪৮)।

 

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৪০৬ 

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১১৯.৫ ওভারে ২৯৩ (আগের দিনে ১২২/২) (করুনারত্নে ৪৪, ওশাদা ৪৪, মেন্ডিস ২২, ম্যাথিউস ৬৪, চান্দিমাল ৬, ধনঞ্জয়া ৪২, ডিকভেলা ১, লাকমাল ৫, এম্বুলদেনিয়া ৫, বিশ্ব ৩৮, কুমারা ৩* ; মুম্বা ১/৪৩, রাজা ৭/১১৩, টিরিপানো ১/৩০, নিয়াউচি ১/৪০, মুতোমবোদজি ০/৪৮)।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২০.৫ ওভারে ৬২/১ (মাসবাউরে ২৬*, আরভিন ১৩, চাকাভা ১৪* ; লাকমাল ০/১১, সিলভা ০/১৭, ফার্নেন্দো ১/৯, কুমারা ০/১০, এম্বুলদেনিয়া ০/৬)

 

 

Comments

The Daily Star  | English
Yunus meets Malaysian PM Anwar Ibrahim

Anwar Ibrahim to consider issue of Bangladeshi workers

Malaysian Prime Minister Anwar Ibrahim today promised to consider the issue of 18,000 Bangladeshi workers who missed a deadline to enter Malaysia saying that they need workers, but not "modern slaves"

3h ago