পাহাড় কাটায় চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষকে ১০ কোটি টাকা জরিমানা
রাস্তা তৈরি করতে গিয়ে ১৮টি পাহাড় কাটায় চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত একটি লিংক রোড করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৬ সালে ছাড়পত্র নেয় তারা। কিন্তু সে অনুযায়ী কাজ না করায় আগেও তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
“প্ল্যানে দুই লাখ ৫০ হাজার ঘনফুট পাহাড় কাটার কথা থাকলেও, তারা কেটেছে ১০ লাখ ৩০ হাজার ঘনফুট”, যোগ করেন তিনি।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ দ্যা ডেইলি স্টারকে বলেন, “সামনের বর্ষা মৌসুমে পুরো এলাকা যে কোন সময় পাহাড়ধ্বসে আক্রান্ত হতে পারে। যে হারে তারা পাহাড় কেটেছে সেটা তারা ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারত। এটা পরিবেশ ও প্রতিবেশের প্রতি ভয়ানক মানসিকতা।”
এসব বিষয় বিবেচনায় নিয়ে সিডিএ-কে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এই প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিব দাশের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
Comments