‘তথাকথিত শান্তি পরিকল্পনা’র প্রতিবাদে বিক্ষুব্ধ ফিলিস্তিন

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’র প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ফিলিস্তিন। ফিলিস্তিনিদের প্রতিবাদ মিছিলে জর্ডান উপত্যকায় ইসরাইল বাহিনী হামলা করায় কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
Israel
পশ্চিম তীরে ইসরায়েলি সেনার ওপর চড়াও হয়েছেন একজন ফিলিস্তিনি বিক্ষোভকারী। ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’র প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ফিলিস্তিন। ফিলিস্তিনিদের প্রতিবাদ মিছিলে জর্ডান উপত্যকায় ইসরাইল বাহিনী হামলা করায় কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আজ (৩০ জানুয়ারি) রেডক্রসের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যাম।

ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা ঘোষণা করার পরেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

ইসরাইলের কড়া নিরাপত্তার মধ্যেই ফিলিস্তিনের কয়েকটি শহর এবং পশ্চিম তীরে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের পতাকা হাতে তারা পশ্চিম তীরের জর্ডান উপত্যকার তুবাস শহরে বিক্ষোভ করেন।

আগে থেকেই পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় বাড়তি সেনা মোতায়েন করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালীন তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরাইলের সেনারা। এছাড়া, জর্ডান উপত্যকায় যাওয়ার রাস্তাও বন্ধ করে দেয় সেনারা।

ফিলিস্তিনের প্রতিবাদী সংগঠন বায়ত লাহম গতকাল বিকেলে রাস্তায় জড়ো হয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনার নিন্দা জানায়। সেসময় তারা আমেরিকার পতাকা এবং ট্রাম্পের ছবি পুড়িয়ে দেয়।

‘শান্তি পরিকল্পনার’ বিরুদ্ধে সব ফিলিস্তিনিদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। যার পরিপ্রেক্ষিতে ২০০৭ থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা হামাসসহ অন্যান্য সংগঠন ব্যাপক বিক্ষোভের ডাক দেয়।

গত ২৮ জানুয়ারি ট্রাম্পের ‘তথাকথিত শান্তি পরিকল্পনা’ ঘোষণার পর ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে এটিকে ‘নতুন বালফোর ঘোষণাপত্র’ বলে উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

The morale issues of Bangladesh Police

There is no denying that for a long time, the police have been used as a tool of repression in the subcontinent

3h ago