ভারতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত
ভারতে একজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আজ (৩০ জানুয়ারি) ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণের রাজ্য কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের সন্ধান পাওয়া গেছে।
এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, এ ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
চীনের সরকারি হিসাবে, ভাইরাসটির সংক্রমণে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৭০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে সাড়ে চার হাজার মানুষই হুবেই প্রদেশের। ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তবে, ভাইরাসটি এখন আর শুধু চীনেই সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, হংকং, ভিয়েতনাম, সিঙ্গাপুর, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ায়।
Comments