‘ইসলামে নারীদের মসজিদে প্রবেশের বিধান আছে’
ইসলামে নারীদের মসজিদে প্রবেশের বিধান রয়েছে বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
গতকাল বুধবার নারীদের মসজিদে প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ কথা জানায় ওই ল বোর্ড।
তারা জানায়, নারী-পুরুষের একসঙ্গে নমাজ আদায়ে ইসলামে নিষেধাজ্ঞা নেই। তাই ইসলামিক রীতি মেনে নারীরা মসজিদে প্রবেশ করতে পারেন। এজন্য ফতোয়া বাঁধা হতে পারে না।
তারা বলেছে, অনেকেই ধর্মীয় আচার থেকে ফতোয়াকেন্দ্রিক উপদেশ দিয়ে থাকেন। এর পেছনে কোনো বিধিসম্মত মতবাদ থাকে না। তাই এ বিষয়ে আদালতের মধ্যস্থতা করার এখতিয়ার নেই। কারণ, কেউ ফতোয়া জারি করে থাকে তার ব্যক্তি স্বাধীনতা কিংবা পৃথক বিশ্বাসের জায়গা থেকে।
গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন ভারতের কয়েকজন ইসলাম বিশেষজ্ঞ। যাতে নারীদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়।
জানা গেছে, নারীদের ধর্মীয় স্থানে প্রবেশের বৈষম্য দূর করতে ভারতের সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চে আগামী মাসে শুনানি অনুষ্ঠিত হবে।
Comments