সিটি নির্বাচন নিয়ে পশ্চিমা কূটনীতিকদের বিবৃতি, ক্ষোভ সরকারের

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরা যৌথ বিবৃতি দিয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরা যৌথ বিবৃতি দিয়েছেন।

তারা বলেছেন, “ঢাকা সিটি নির্বাচন ঢাকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি সুযোগ। ঢাকায় অবস্থিত কূটনীতিক এবং নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোট কেন্দ্রসমূহে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি।”

সিটি নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতায় বাংলাদেশ সরকারের ক্ষোভের মধ্যেই আজ এই বিবৃতি দিলেন তারা।

বিবৃতিতে তারা বলেন, “আমরা আরও আশা করছি যে বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন এবং সকল সংশ্লিষ্ট রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেওয়ার অধিকারকে সম্মান জানাবেন এবং স্বচ্ছতা ও সততার সাথে ভোট গণনা করবেন।”

কানাডা, সুইডেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নরয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও সুইজারলায়ান্ডের কূটনৈতিক মিশন প্রধানরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিটি সন্ধ্যায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।

সরকারের ক্ষোভ

সিটি করপোরেশন নির্বাচন ঘিরে কূটনীতিকদের তৎপরতা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, “এটা দুঃখজনক যে বিদেশি দূতাবাসগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যথেষ্ট নাক গলায়। তারা তাদের কাজ বাদ দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে বেশি নাক গলায়। এটা খুব সমুচিত নয়।”

“তাদের (কূটনীতিক) নিজেদের দায়িত্ববোধ থাকা উচিত। আমরা আশা করি তারা নিজেদের দায়িত্ববোধের পরিচয় দেবেন।”

ঢাকা সিটি নির্বাচনের আগ মুহূর্তে বুধবার ব্রিটিশ হাইকমিশনারের বাসায় কূটনীতিকদের বৈঠক সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

 

Comments

The Daily Star  | English
Dhakeshwari Temple Yunus speech

Want to build a Bangladesh where everyone's rights are ensured: Yunus

Seeking law enforcement's support during celebration a 'collective failure', he added

1h ago