ইরাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থানরত মার্কিন সৈন্যদের ঘাঁটিতে প্রতিরক্ষা জোরদার করতে ‘প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। এর জন্য তারা ইরাকের অনুমতি চেয়েছে।
আজ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গতকাল পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন ঘাঁটিতে প্রতিরক্ষা বাড়াতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় তারা। যাতে করে গত ৮ জানুয়ারি ইরানের করা ক্ষেপণাস্ত্র হামলার মতো যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে পারে।
ইরানের ওই হামলায় ৫০ জনেরও বেশি মার্কিন সৈন্য ‘মস্তিষ্কে আঘাত’ পেয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হামলার কয়েকদিন আগে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
Comments