শীর্ষ খবর

সুন্দরবনে হরিণের ৫০ কেজি মাংস, চামড়া ও মাথা উদ্ধার

সুন্দরবন থেকে হরিণের ৫০ কেজি মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
Bagerhat Deer.jpg
উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা। ছবি: স্টার

সুন্দরবন থেকে হরিণের ৫০ কেজি মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গতকাল (৩০ জানুয়ারি) রাতে কোস্ট গার্ডের একটি টহল দল সুন্দরবনের ছোট কুমড়াকাঠি খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, গতকাল খুলনা জেলার দাকোপ থানার কুমড়াকাঠি খাল এলাকায় টহল দিচ্ছিলেন কোস্টগার্ড সদস্যরা। এসময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা হরিণের ৫০ কেজি মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়।

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো সুন্দরবন বন বিভাগের শিবসা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English
Election Commission Logo

2,712 aspirants to vie for 300 seats

A total of 29 registered political parties have nominated their candidates for the election scheduled for January 7

34m ago