দুই ঘণ্টায় তিন ভোট

গত সিটি করপোরেশনগুলোর নির্বাচনের তুলনায় আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটারদের উপস্থিতির হার খুব কম দেখা যাচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল মোতালেব দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ ভোট গ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পরে সকাল ৯:৪০টা পর্যন্ত মাত্র তিনটি ভোট পড়েছিলো। 

বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দ্য ডেইলি স্টারের সংবাদদাতারা দেখতে পান যে ভোটারদের সংখ্যা খুব কম।

পল্লবী ক্যান্ডর কিন্ডারগার্টেন স্কুল থেকে আমাদের সংবাদদাতারা খুবই কম সংখ্যক ভোটার দেখতে পেয়েছেন। এই কেন্দ্রে সকাল সোয়া ৯ টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছিলো। 

এমডিসি মডেল স্কুল থেকে অন্য একজন সংবাদদাতাও একই ধরনের প্রতিবেদন দেন। নেই কেন্দ্রে কোনও ভোটারের সারি দেখা যায়নি।

 

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

Now