আতিক, তাপস এগিয়ে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।
শনিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তর সিটির (ডিএনসিসি) মোট ৩২৩টি ও দক্ষিণের (ডিএসসিসি) ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে।
বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ডিএনসিসির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১,০৮,৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ৬৬,০৫৬ ভোট।
ডিএসসিসিতে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ৩,৬৫,০৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ১,৯৭,৭৭৫ ভোট।
ঢাকা উত্তরে ভোটকেন্দ্র ১৩১৮টি এবং দক্ষিণে ১১৫০টি ভোটকেন্দ্র রয়েছে।
Comments