করোনাভাইরাস: চীনের বাইরে প্রথম মৃত্যু, চীনে ৩০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিপাইনে। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৩০৪ মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।
Coronavirus.jpg
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ব্যাংককের রেলস্টেশনে মাস্ক পরে আছেন এক নারী। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিপাইনে। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৩০৪ মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।

আজ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনে মারা যাওয়া ব্যক্তি উহানের বাসিন্দা ছিলেন। তাকে গত ২৫ জানুয়ারি ম্যানিলার হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল তিনি মারা যান।

ফিলিপাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি রবীন্দ্র আবেসিংহে সাংবাদিকদের বলেছেন, “চীনের বাইরে এটিই প্রথম মৃত্যুর খবর। তবে তিনি ফিলিপাইন থেকে আক্রান্ত হননি। তিনি এসেছিলেন উহান থেকে।”

চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।

Comments