ট্রাম্পের তথাকথিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান আরব লিগের

ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলোর সংস্থা আরব লিগ।
গতকাল মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের জরুরি বৈঠক শেষে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
বৈঠক শেষে আরব লিগের পক্ষ থেকে বলা হয়, “ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনি জনগণের ন্যূনতম অধিকার এবং আকাঙ্ক্ষা পূরণ করে না। তাই যুক্তরাষ্ট্র-ইসরাইলের তথাকথিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান করা হলো।”
বৈঠকে আরব দেশগুলো এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহযোগিতা না করার বিষয়ে একমত হয়েছেন আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
তারা জানিয়েছেন, জোর করে এটি বাস্তবায়ন করা ইসরাইলেরও উচিত হবে না।
ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয়। ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ ঘোষণার পরেই এর বিরুদ্ধে অবস্থানের আহ্বান জানিয়েছিলেন মাহমুদ আব্বাস।
গত সপ্তাহে হোয়াইট হাউসে ১৮১ পৃষ্ঠার এই ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সঙ্গে ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
Comments