রাজীবের মৃত্যু: দুই বাস চালকের বিরুদ্ধে অভিযোগপত্র

বাসচাপায় সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব হোসেনের নিহতের মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসচালক ওয়াহিদ আলী (৩৫) এবং স্বজন পরিবহনের চালক খোরশেদের (৫০) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী। চার্জশিট দাখিলের প্রায় দেড় মাস পর এ ব্যাপারে জানা গেল।
অভিযোগপত্র আজ আদালতে উপস্থাপন করা হলে মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া চার্জশিট পর্যালোচনার জন্য ৩ মার্চ দিন ধার্য করেন।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর বাংলামোটরে বিআরটিসি এবং স্বজন পরিবহনের বাসের রেষারেষিতে ডান হাত হারান রাজীব। দুই সপ্তাহ কোমায় থাকার পর ১৭ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২০১৮ সালের এপ্রিলে গ্রেপ্তার হওয়া দুই আসামি বর্তমানে কারাগারে আছেন।
গত বছরের ২০ জুন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং স্বজন পরিবহনকে রাজীবের ভাই মেহেদী হাসান বাপ্পী (১৬) এবং আব্দুল্লাহ হৃদয়কে (১৫) দুই মাসের মধ্যে ২৫ লাখ টাকা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট।
এছাড়াও, গত বছরের ১৩ অক্টোবর স্বজন পরিবহনের মালিককে রাজীবের ভাইদের এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট।
Comments