চীনের হুনানে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু

নতুন করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে যখন হিমশিম খাচ্ছে চীন, তখন হুনান প্রদেশের একটি খামারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু এইচ৫এন১।
দক্ষিণের হুনান প্রদেশের শাওয়াং শহরের একটি মুরগির খামারে বার্ড ফ্লু ছড়ানোর খবর শনিবার নিশ্চিত করেছে দেশটির কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়।
বার্ড ফ্লুতে খামারের ৭৮৫০ মুরগির মধ্যে ৪৫০০ মুরগিই মারা গেছে।
সংক্রমণ ঠেকাতে কর্তৃপক্ষ প্রায় ১৮ হাজার মুরগি নিধন করেছে।
Comments