চুয়াডাঙ্গায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির পরিবার জানিয়েছে, শিশুটি স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গতকাল দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে বাইরে খেলতে গিয়েছিল। বিকালেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। রাত সাড়ে ১১টার দিকে গ্রামের একটি সবজি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, শিশুটির বাবা আজ থানায় একটি মামলা করেছেন ।
Comments