বিদেশে কূটনৈতিক মিশন বাড়াবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
বিদেশে বাংলাদেশি মিশনের সংখ্যা ২০২১ সালের মধ্যে ১০০তে উন্নীত করতে সরকার কাজ করছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখন ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন রয়েছে।
ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে সংসদে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে ক্রমান্বয়ে দূতাবাস খোলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোমানিয়ার বুখারেস্ট ও ভারতের চেন্নাইয়ে মিশনের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম শুরু করার প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। এর পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসুলেট জেনারেল খোলার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
অন্যদিকে, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, আয়ারল্যান্ডের ডাবলিন, আর্জেন্টিনার বুয়েন্স এইরেস, চীনের গুয়াংজু, ব্রাজিলের সাও পাওলো ও জার্মানির ফ্রাঙ্কফুর্টে মিশন খোলার অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মালয়েশিয়া এবং নরওয়েতে মিশন খোলার ব্যাপারে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
Comments