উল্টো তামিমই স্লেজিং করেছেন রকিবুলকে!

‘আমি যতটা না ওকে (তামিম) স্লেজিং করেছি, ও ব্যাটিং করে আমাকে তার চেয়ে বেশি স্লেজিং করেছে।’
tamim iqbal and rakibul hasan
তামিম ইকবাল (বামে) ও রকিবুল হাসান (মাঝে)। ছবি: ফিরোজ আহমেদ

ট্রিপল সেঞ্চুরি করলেই রকিবুল হাসানের কীর্তিকে ছুঁয়ে ফেলবেন তামিম ইকবাল। তাই ফিল্ডিং করার সময় তামিমকে কিছুটা স্লেজিং করতেই পারেন রকিবুল। কিন্তু মাঠে ঘটেছে উল্টো ঘটনা! তামিমকে তাতিয়ে দিতে রকিবুল কিছুই বলেননি। তামিমই বরং ইতিহাস গড়ার দিনে রকিবুলকে স্লেজিং করেছেন! ম্যাচ শেষে এমন অভিযোগই তুললেন রকিবুল। তবে পুরোটাই মজার ছলে!

রবিবার (২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডের তৃতীয় দিনে অপরাজিত ৩৩৪ রানের রাজকীয় ইনিংস খেলেছেন তামিম। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। সেই সঙ্গে প্রথম শ্রেণিতে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েছেন তিনি। বাঁহাতি ওপেনার পেরিয়ে গেছেন ২০০৭ সালে রকিবুলের গড়া অপরাজিত ৩১৩ রানের কীর্তিকে।

পূর্বাঞ্চলের তামিম যখন ব্যাট করছিলেন, তখন মধ্যাঞ্চলের রকিবুল আশেপাশেই ফিল্ডিং করেছিলেন। কিন্তু তামিম ট্রিপল সেঞ্চুরির দোরগোড়ায় থাকার সময়, স্লিপে চলে যান তিনি। রকিবুল হয়তো কিছু টিপ্পনী কাটতেই সেখানে গিয়েছেন, এমন চিন্তা করাটা অমূলক নয়। কিন্তু মাঠে ঘটেছে ভিন্ন ঘটনা। দিনের খেলা শেষে সেটাই জানালেন রকিবুল, ‘আমি যতটা না ওকে (তামিম) স্লেজিং করেছি, ও ব্যাটিং করে আমাকে তার চেয়ে বেশি স্লেজিং করেছে।’

১৩ বছর ধরে দখলে রাখা রেকর্ড হাতছাড়া হয়েছে রকিবুলের। তামিম উঠে গেছেন চূড়ায়। ইতিহাস গড়ার পর তিনিও ঠাট্টা করে বললেন, ‘স্লেজিং করে নাই (রকিবুল), তবে (রেকর্ড যেন না ভাঙা পড়ে সেজন্য) দোয়া তো নিশ্চয়ই করেছে (হাসি)।’

খেলোয়াড়ি জীবনের বাইরে রকিবুল ও তামিম খুব ভালো বন্ধু। ক্রিকেটের হাতেখড়িও তাদের একইসঙ্গে। অনূর্ধ্ব-১৭ পর্যায় থেকেই। তাই খুনসুটি প্রায়ই হয় তাদের মধ্যে। বন্ধুত্বের নিদর্শন এদিনও দেখা গেছে মাঠে। ইতিহাস গড়া তামিমকে সবার আগে অভিনন্দন জানান রকিবুলই, ‘আমি অভিনন্দন জানিয়েছি। আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছি। আমাদের একসঙ্গে যাত্রা অনূর্ধ্ব-১৭ থেকে। সেদিক থেকে তামিম আমার অন্যতম সেরা বন্ধু। আমার খুব ভালো লেগেছে। তামিম আজকে যেভাবে খেলেছে, সে এটার যোগ্য।’

তাই বলে নিজের রেকর্ড ভাঙা পড়ায় কি কোনো আক্ষেপ নেই রকিবুলের? জবাবে তিনি জানালেন, ‘ক্রিকেটার হিসেবে রেকর্ডের ক্ষেত্রে মনে হয় যে আমার রেকর্ডটা উপরে থাকুক। সেদিক থেকে চিন্তা করলে একটু ওরকম লেগেছে আমারও। তবে স্পোর্টিং মাইন্ডে বলতে গেলে... তামিমের মতো খেলোয়াড় এটা ভেঙেছে। আমি যেমনটা বললাম, ও যে মানের খেলোয়াড় এবং যে ধরনের খেলা খেলেছে, আপনারা সবাই দেখেছেন, এটা দারুণ।’

Comments