চট্টগ্রামে বস্তির আগুনে পুড়ে গেছে ২৭১টি ঘর
চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ২৭১টি ঘর। আজ ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কর্মকর্তা তৌফিক ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, ভোর সোয়া পাঁচটার দিকে আনু মাঝির ঘাট এলাকার ওই বস্তিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
Comments