ময়মনসিংহ বোর্ডে প্রথম এসএসসি পরীক্ষা, অনুপস্থিত ৩৫২ শিক্ষার্থী

প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষা নিল ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আজ প্রথম দিনে পরীক্ষার বিষয় ছিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র।

প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষা নিল ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আজ প্রথম দিনে পরীক্ষার বিষয় ছিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র।

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষাকেন্দ্র সংখ্যা ১৩১টি।

মোট ১ লাখ ২৬ হাজার ৬৪ শিক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৭১ ছাত্র এবং ৬১ হাজার ৮৯৩ ছাত্রী।

তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৫২ শিক্ষার্থী।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছিলাম। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি”।

তিনি বলেন, “এটি আমাদের নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েছে। এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসন আমাদের সহায়তা করেছে। গত বছর আমরা জেএসসি ও সমমানের পরীক্ষা নিয়েছিলাম। সেই অভিজ্ঞতা এবার আমাদের কাজে এসেছে”।

দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে ২০১৭ সালে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গেজেটভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়।

 

Comments