শুরু হচ্ছে ৯ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড
দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০২০। আগামী ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে ও ২৯ ফেব্রুয়ারি ঢাকায় এই প্রতিযোগিতার নবম সংস্করণের আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ।
আজ সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে আয়োজকদের খরচে যুক্তরাষ্ট্র ভ্রমণে পাঠানো হবে।
বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান বলেন, ঢাকার পাশাপাশি এ বছর প্রথমবারের মতো চট্টগ্রামেও বাংলা অলিম্পিয়াড হবে। ইতিমধ্যেই অনলাইনে (www.banglaolympiad.org) রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
কামরুল আহসান বলেন, আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, নৃত্য, বাংলা কুইজ ও রচনা প্রতিযোগিতা নিয়ে এবারের আয়োজন হচ্ছে। এর মধ্যে মুজিব বর্ষের বিষয়টি সামনে রেখে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের ওপর কুইজ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হবে।
হোপ স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মূলত ইংরেজি মাধ্যম স্কুলগুলো ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। গত বছর সারা দেশের ৭১টি স্কুলের প্রায় ১৬০০ শিক্ষার্থী এতে অংশ নিয়েছিল। এ বছর অংশ নেওয়া স্কুলের সংখ্যা শতাধিক হবে বলে আশা করা হচ্ছে।
Comments