আ. লীগের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের ক্ষমতাসীন আওয়ামী লীগের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বিশেষ শাখার এক উপপরিদর্শক আব্দুল মজিদকে গত রাতে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, “মামলা করার পর শাখাওয়াত হোসেনকে রাজধানীর তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শাখাওয়াত হোসেন ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পদক বলে জানা গেছে।
Comments