‘সভাপতিকে হল ছাড়তে হবে’ বিক্ষোভ জাবি ছাত্রলীগ নেতাকর্মীদের

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল ঘোষণা এবং নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
এতে ছেলেদের সাতটি হলের ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দেন। তাদের দাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্তমান সভাপতি জুয়েল রানাকে হল ছেড়ে চলে যেতে হবে। সেই সঙ্গে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করতে হবে।
বিক্ষোভের মুখে জুয়ের রানার অনুসারীরা আ ফ ম কামাল উদ্দিন হলের ছাদে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রানা কলিন্স দ্য ডেইলি স্টারকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য আমরা তাকে (জুয়েল রানা) চাই না। তিনি নিজেই বিশৃঙ্খলতা তৈরির পায়তারা করছেন। আমরা তাকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছি।”
তিনি আরও বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা তাদের সঙ্গে দেখা করতে আজ ট্রান্সপোর্টে জড়ো হই। সভাপতি জুয়েল রানা হলে অবস্থান করছেন, এমন খবরে জুনিয়র কর্মীরা ক্ষিপ্ত হয়ে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে গেলে, আমরা তাদের ফিরিয়ে আনি।”
Comments