তরুণীকে হত্যার অভিযোগে মা ও স্বামী আটক

গাজীপুরের মোগরখাল এলাকায় নীলা খাতুন (২১) নামে এক তরুণীকে হত্যার অভিযোগে তার মা ও স্বামীকে আটক করা হয়েছে। এরা হলেন- রত্না বেগম (৩৫) ও নয়ন মিয়া (৩১)।
গতকাল রাতে মোগরখাল এলাকার কবির হোসেনের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। তিন মাস আগে নয়ন ওই বাসা ভাড়া নিয়েছিলেন।
নয়নের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চরপাড়া গ্রামে। তার বাবার নাম হাবিব উল্লাহ। রত্না বেগম (৩৫) চান্দনা এলাকায় ভাড়া থাকেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউসার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, “নীলা নয়নের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি নয়ন জানতে পারেন তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসা করতে গত রাত ১০টার দিকে নয়নের বাড়িতে আসেন রত্না বেগম।”
তিনি আরও বলেন, “আলোচনার এক পর্যায়ে নয়নের সামনেই রত্না বেগম এবং নীলা খাতুনের কথা কাটাকাটি হয়। রত্না মেয়ের গলায় থাকায় ওড়না টান দিলে নীলা মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
Comments