মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধ তদন্ত করবে আইসিসি
আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তঃরাষ্ট্রীয় এই আদালত জানায়, নির্বাসনের মতো মানবতাবিরোধী অপরাধেরও তদন্ত করবে তারা।
আজ বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর কার্যালয়ের পরিচালক ফাকিসো মচোচোকো একথা জানান। সেসময় তিনি বলেন, “ন্যায়বিচার প্রদান করা হবে।”
তদন্তে মায়ানমারের রোহিঙ্গা জনগণের সাথে কী ঘটেছিল, কেন তাদের বাংলাদেশে আসতে হয়েছে -সে সম্পর্কে যথাযথভাবে উদঘাটন করার চেষ্টা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের মতো অপরাধের ক্ষেত্রে যে কাউকে বিচারের মুখোমুখি করার এখতিয়ার আইসিসির রয়েছে।
Comments