স্ব-শাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ কোষাগারে নেয়ার বিল পাস
বিএনপি ও জাতীয় পার্টির তীব্র বিরোধিতার মধ্যে স্ব-শাসিত বিভিন্ন সংস্থার হিসাবে থাকা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে নেয়ার বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
এই বিল আইনে পরিণত হলে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইনান্সিয়াল করপোরেশনের মতো প্রতিষ্ঠানের টাকা কোষাগারে নিতে পারবে সরকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপনের পর জাতীয় পার্টি ও বিএনপির এমপিরা একে কালাকানুন, বিপজ্জনক ও জনবিরোধী বলে নিন্দা জানান। বিলের প্রতিবাদ জানিয়ে তারা এর সংশোধনী প্রস্তাব দেয়া থেকেও বিরত থাকেন।
কণ্ঠভোটের জন্য স্পিকার বিলটি সংসদে উস্থাপন করলে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির এমপিরা ‘না’ ভোট দেন। আর বিএনপির সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
জাতীয় পার্টির সংসদ সদস্যরা এই বিল নিয়ে জনমত যাচাইয়ের দাবি তোলেন।
বিলটি সংসদে উত্থাপনের পর বিরোধী এমপিদের তীব্র সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারি এবং বিএনপির এমপিদের মধ্যে হারুনুর রশিদ ও রুমিন ফারহানা বিলের সমালোচনা করেন।
তারা বলেন, সরকারি দল তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি এককভাবে এই বিল পাস করে তবে তা দেশের অর্থনীতির জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।
Comments