টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল শহরের পৌর উদ্যানের পাশে তানভীর মাহতাব ইসরাক (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইসরাক শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে এবং হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি’র (হ্যাবিট) ছাত্র।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আজ বুধবার বিকেলে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে ইশরাককে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইশরাকের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
Comments