সাংবাদিক সুমনের ওপর হামলায় গ্রেপ্তার ১
ঢাকা সিটি করপোরেশর নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ইসমাইল নামে ওই ব্যক্তিকে আজ আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
গত ১ ফেব্রুয়ারি রায়েরবাজার এলাকায় ৩৪ নম্বর ওয়ার্ডে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সময় দুর্বৃত্তরা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।
Comments