বই কেড়ে নেওয়া সেই শিক্ষকের শাস্তিমূলক বদলি
স্কুলের বার্ষিক পিকনিকে যাওয়ার টাকা দিতে না পারায় শিক্ষার্থীর পাঠ্যবই কেড়ে নেওয়ার অপরাধে নীলফামারীর জলঢাকা উপজেলার গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাককে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
এর আগে, পিকনিকের টাকা দিতে না পারায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাজলী রানি রায়ের (১১) পাঠ্যবই কেড়ে নেন রাজ্জাক। একইসঙ্গে কাজলীর দিনমজুর বাবা কৃষ্ণ চন্দ্র রায়কেও তিনি অপমান করেন। কাজলী স্কুলের নিয়ম মেনে চলছে না, এমন অভিযোগ তুলে আবদুর রাজ্জাক তাকে অন্য স্কুলে ভর্তি করার কথা বলেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল বিকেলে আবদুর রাজ্জাককে বদলির আদেশ দেন রংপুর বিভাগীয় শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক। তাকে তিস্তা চর এলাকায় পূর্ব গোপালঝাড় চর ভরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। বিভাগীয় শাস্তির অংশ হিসেবে তাকে প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়েছে।
আবদুর রাজ্জাকের বদলি আদেশে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রাথমিক শিক্ষক সমিতির জলঢাকা উপজেলা কমিটির সভাপতি জহিরুল হক খান দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত শিক্ষকের কর্মকাণ্ডের দায় তারা নেবেন না।
আরও পড়ুন>>>পিকনিকের টাকা দিতে পারেনি, বই কেড়ে নিলেন প্রধান শিক্ষক
Comments