কল্যাণপুরের জঙ্গি আস্তানা: অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২ মার্চ

রাজধানীর কল্যাণপুরের ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত।
kalaynpur
স্টার ফাইল ছবি।

রাজধানীর কল্যাণপুরের ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আদেশের তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার সাত আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

এরা হলেন, রাকিকুল হাসান রিগ্যান, সালাহ উদ্দিন কামরান, আব্দুস সবুর খান, আসলাম হোসেন রাশেদ, হাদিসুর রহমান সাগর, মামুনুর রশিদ রিপন এবং শরীফুল ইসলাম খালেদ।

এই মামলার দুই আসামি আব্দুর রউফ প্রধান ও মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর বর্তমানে জামিনে রয়েছেন। অন্য আসামি আজাদুল কবিরাজ পলাতক।

আব্দুর রউফ প্রধান, মুফতি মাওলানা আবুল কাশেম ও সালাহ উদ্দিন কামরান আজ মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। আগামী তারিখে তাদের আবেদনের ওপর শুনানি হবে— বলেন আদালত।

জঙ্গি আস্তানা সন্দেহে ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত ছয়তলা ভবনে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় বন্দুকযুদ্ধে নয় জঙ্গি নিহত হন। পরদিন মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। গত বছরের ১০ এপ্রিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Comments