'জাপান সরকার বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনামূল্যে দেবে'

জাপান সরকার বাংলাদেশকে বিনামূল্যে ৭০ লাখ মাস্ক দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এগুলো বাজারে এলে মাস্কের সংকট কমে যাবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

জাপান সরকার বাংলাদেশকে বিনামূল্যে ৭০ লাখ মাস্ক দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এগুলো বাজারে এলে মাস্কের সংকট কমে যাবে বলেও জানান তিনি।

দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।  

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “দেশের সব মানুষের মাস্ক পড়ে বাইরে ঘোরার প্রয়োজন নেই। যাদের সর্দি, কাশি, জ্বর আছে শুধু তারাই মাস্ক ব্যবহার করবে যাতে তাদের কাছ থেকে কোনো ছোঁয়াচে রোগ অন্যদের সংক্রমিত করতে না পারে।”

করোনাভাইরাস প্রতিরোধে সরকার সজাগ আছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে একজনও করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই।

মন্ত্রী বলেন, “ইতিমধ্যে দেশের সব নৌবন্দর, স্থলবন্দর, বিমানবন্দরে প্রয়োজনীয় স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। সতর্কতায় চীনের উহান থেকে বাংলাদেশে আসা চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ রাখা হয়েছে”।

উহান থেকে ফেরত আসা ৩১২ বাংলাদেশি শিক্ষার্থীকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারাইনটাইনে রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Comments