বিএনপির সমাবেশের অনুমতি বিবেচনাধীন: ডিএমপি কমিশনার
নয়াপল্টন কার্যালয়ের সামনে আগামীকাল বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। অনুমতি দেওয়া হয়েছে এমন কাউকে আমি কিছু বলিনি।”
এর আগে, দলটির পক্ষ থেকে আজ মৌখিক অনুমতি পাওয়ার কথা গণমাধ্যমকে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক কর্মকর্তা জানিয়েছেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে।
দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি চেয়ে গতকাল ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছিলো বিএনপি।
Comments