মালালাকে গুলিবিদ্ধকারী জঙ্গি পাকিস্তানের জেল থেকে পালিয়েছেন

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইকে গুলিবিদ্ধকারী হিসেবে অভিযুক্ত তালেবান জঙ্গি এহসানউল্লাহ এহসান পাকিস্তানের একটি জেল থেকে পালিয়েছেন।
Ehsanullah Ehsan-1.jpg
এহসানউল্লাহ এহসান। ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইকে গুলিবিদ্ধকারী হিসেবে অভিযুক্ত তালেবান জঙ্গি এহসানউল্লাহ এহসান পাকিস্তানের একটি জেল থেকে পালিয়েছেন।

এনডিটিভি ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এহসানউল্লাহ এহসান নিজেই একটি অডিও বার্তা প্রকাশের মাধ্যমে এ দাবি করেছেন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও বার্তায় এহসানকে বলতে শোনা যায়, “ঈশ্বরের সহায়তায় গত ১১ জানুয়ারি আমি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছি।”

এজন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রতি অভিযোগ তুলে তিনি বলেছেন, “২০১৭ সালে আত্মসমর্পণের সময় নিরাপত্তা বাহিনী যে প্রতিজ্ঞা করেছিলো, তা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে।”

তবে অডিও বার্তায় নিজের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য না দিলেও এহসান জানিয়েছেন, অচিরেই তিনি তার বন্দিদশা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

Malal_Yousafzai-1.jpg
গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মালালা। ৯ অক্টোবর ২০১২। ছবি: এএফপি

উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালের অক্টোবরে স্কুলের গাড়িতে বাড়ি ফেরার পথে তালেবানের হামলার শিকার হন। তার মাথায় গুলি করে জঙ্গিরা। তখন মালালার বয়স ছিলো মাত্র ১৪ বছর। প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যে চিকিৎসার পর বেঁচে যান তিনি। চিকিৎসায় সুস্থ হয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন মালালা।

২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। তখন তার বয়স ছিলো ১৭ বছর।

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today..The receipts stood at $5.09 billion in the identical month a year earlier, data from the Export Promotion Bureau

Now